ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

১৩০ বছরের রেকর্ড ভেঙে অবশেষে তুষারে ঢাকল মাউন্ট ফুজি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৭:২৮ এএম

১৩০ বছরের রেকর্ড ভেঙে অবশেষে তুষারে ঢাকল মাউন্ট ফুজি

ছবি: ইন্টারনেট

ঢাকা: জাপানের মাউন্ট ফুজিতে অবশেষে তুষারপাত হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে সবচেয়ে দেরিতে হলো। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে এ বছর তুষারপাত বিলম্বিত হয়। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মাউন্ট ফুজির শিখর তুষারে আচ্ছাদিত হয়।

জাপানের স্থানীয় আবহাওয়া অফিস, কোফুর ঘোষণা অনুযায়ী, প্রতি বছর মাউন্ট ফুজির তুষারে ঢেকে যাওয়ার বিষয়টি সরকারিভাবে জানানো হয়। ১৮৯৪ সাল থেকে এই রেকর্ড রাখা হচ্ছে, এবং এর মধ্যে ১৯৫৫ ও ২০১৬ সালে তুষারপাত হতে বিলম্ব হয়েছিল। তবে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা জলবায়ু পরিবর্তনের ওপর নতুন করে আলোকপাত করছে।

তুষারপাতের সময় মাউন্ট ফুজির চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গত বছর ৫ই অক্টোবরেই সর্বোচ্চ শৃঙ্গ তুষারে ঢেকে গিয়েছিল, কিন্তু এ বছর উষ্ণ আবহাওয়ার কারণে তুষারপাতের সময় পিছিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে আসে। আবহাওয়াবিদরা আগে থেকেই সন্দিহান ছিলেন যে, এই উষ্ণতার প্রভাবের কারণে তুষারপাত আরও বিলম্বিত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!