সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শিয়া মুসলিমদের ৫০তম ইমাম হলেন প্রিন্স রহিম আগা খান

লিসবন (পর্তুগাল) সংবাদদাতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:২১ পিএম

শিয়া মুসলিমদের ৫০তম ইমাম হলেন প্রিন্স রহিম আগা খান

ফাইল ছবি

প্রিন্স রহিম আল-হুসাইনি আগা খান ৫ম শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম উত্তরাধিকারী ইমাম (আধ্যাত্মিক নেতা) হিসেবে মনোনীত হয়েছেন। তার প্রয়াত পিতা, প্রিন্স করিম আল-হুসাইনি আগা খান ৪র্থ-এর উইল উন্মোচনের পর এই ঘোষণা আসে।

প্রিন্স করিম আগা খান ৪র্থ গতকাল ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে ইন্তেকাল করেছেন।

প্রিন্স রহিম আগা খান ৫ম মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কন্যা হযরত বিবি ফাতিমা এবং ও নবীর চাচাতো ভাই ও জামাতা, ইসলামের চতুর্থ খলিফা এবং প্রথম শিয়া ইমাম হযরত আলি (রাযিয়াল্লাহু আনহু)-এর সরাসরি বংশধর।

শিয়া ইসমাইলি মুসলিমদের মধ্যে উত্তরাধিকারসূত্রে নিযুক্ত ইমামের নেতৃত্বের ঐতিহ্য ১,৪০০ বছরেরও বেশি পুরোনো। বর্তমানে, ইসমাইলি সম্প্রদায় বিশ্বের ৩৫টিরও বেশি দেশে বসবাস করছে এবং তাদের সংখ্যা আনুমানিক দেড় কোটি।

আরবি/এফআই

Link copied!