সোমবার, ৩১ মার্চ, ২০২৫

হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে খামেনির বৈঠক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:৫৯ পিএম

হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে খামেনির বৈঠক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ।

ইরানের রাজধানী তেহরানের ওই বৈঠকে হামাস নেতা খলিল আল-হাইয়া এবং ফিলিস্তিনি গ্রুপের অন্য দুই নেতার উপস্থিত ছিলেন। খবর রয়টার্সের

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৈঠকের বিষয়ে কোনো বিশদ বিবরণ দেয়নি এবং শুধুমাত্র খামেনেয়ি, আল-হাইয়া, হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মুহাম্মদ দারবিশ এবং হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহর বৈঠকের ছবি পোস্ট করেছে।

গত জুলাই মাসে ইরানের রাজধানীতে বাসস্থানে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষী নিহত হন। তখন খামেনেয়ি ইসরায়েলের জন্য "কঠোর শাস্তির" প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, "ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে তিনি শহিদ হওয়ায় তার রক্তের প্রতিশোধ নেয়া আমাদের কর্তব্য"। পরে ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলায়ও জড়িয়ে পড়ে দেশটি।

এদিকে, মার্কিন মসনদে বসার পর ট্রাম্পের গাজা দখল করে পূর্ণগঠনের ঘোষণার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এরমধ্যেই হামাস নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সর্বোচ্চ নেতা। 

রূপালী বাংলাদেশ

Link copied!