ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে নিহতের সংখ্যা এখন ৪৮ হাজার ২০০ জনের কাছাকাছি পৌঁছেছে। শনিবার, ৮ ফেব্রুয়ারি, বার্তাসংস্থা আনাদোলু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ২২ জনের লাশ উদ্ধার করেছেন। এই সংখ্যা যোগ হওয়ার পর গাজায় চলমান সহিংসতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৮ হাজার ১৮১ জনে পৌঁছেছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি গোলাবর্ষণে আরও ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই সংখ্যা মোট প্রাণহানির মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া, আরও ৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে আহতের সংখ্যা এখন ১ লাখ ১১ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তবে, যুদ্ধবিরতির পর, গাজার ধ্বংসস্তূপ থেকে ৫৭২ জনের লাশ উদ্ধার হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ২০২৩ সালের অক্টোবর থেকে অব্যাহত ইসরায়েলি আক্রমণের ফল।
গাজার ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল এবং হামাসের মধ্যে একাধিক চুক্তির আওতায় বন্দি বিনিময় ও স্থায়ী শান্তির জন্য আলোচনা চলছে। এই চুক্তির মূল লক্ষ্য হচ্ছে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানো।
জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা প্রদান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন।
আপনার মতামত লিখুন :