যুদ্ধবিরতির মধ্যেই পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী, যার ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন হামলা চালায় ইসরায়েল। এ তথ্য জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা হিজবুল্লাহর অপারেটিভদের অবস্থান। তাদের দাবি, ওই সাইটটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুক্তরাষ্ট্র এই চুক্তির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে বিলম্ব করেছে। ইসরায়েলের দাবি, লেবানন চুক্তিটি পুরোপুরি কার্যকর করেনি।
এছাড়া, ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায় হামলা শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ৩১ জানুয়ারি, ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার ফলে কমপক্ষে দুজন নিহত হয়েছিল।
হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি তখন ওই বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এটি একটি বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন। তিনি লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানান।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :