মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞার ফতোয়া প্রত্যাহারে খামেনির কাছে আবেদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:০৮ পিএম

পরমাণু অস্ত্র  তৈরিতে নিষেধাজ্ঞার ফতোয়া প্রত্যাহারে খামেনির কাছে আবেদন

ছবি: সংগৃহীত

ইসরায়েলসহ পশ্চিমাদের ক্রমাগত হুমকির মুখে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারমাণবিক অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞার ফতোয়া প্রত্যাহারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি দাবি জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা বলেছেন, শাসন টিকিয়ে রাখতে হলে খুব বেশি দেরি হওয়ার আগে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে।

আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। খামেনির ওপর কমান্ডারদের এই আরজিকে অভাবনীয় বলা হচ্ছে।  

উল্লেখ্য ২০০৩ সাল থেকে ‘পরমাণু অস্ত্র তৈরি হারাম’ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই ফতোয়া মেনে চলছে ইরান।

দ্য টেলিগ্রাফ বলছে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসেছেন। এখন তারা একটি পারমাণবিক বোমা তৈরির অনুমতির জন্য সর্বোচ্চ নেতার প্রতি চাপ দিচ্ছেন।

এক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, ‘আমরা কখনই এত দুর্বল ছিলাম না। খুব দেরি হওয়ার আগে এটি পাওয়ার জন্য এটিই আমাদের শেষ সুযোগ হতে পারে।’

২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বৈঠকে পারমাণবিক অস্ত্র তৈরি হারাম (ধর্মীয় নিষেধাজ্ঞা) এর কথা উল্লেখ করে ইরান। তবে অনুমান করা হয়, ২০০৩ সালে প্রথম এই ফতোয়া দেওয়া হয়। মৌখিক ওই ফতোয়ায় খামেনি জোর দিয়ে বলেছিলেন, এ ধরনের অস্ত্র ইসলাম অনুযায়ী ‘সম্পূর্ণ হারাম’ বা নিষিদ্ধ।

টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে কট্টরপন্থী রাজনীতিকদের পক্ষ থেকে খামেনির ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর বেশ কয়েকজন ইরানি এমপি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!