শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কোর উত্তরাঞ্চল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:৫০ এএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কোর উত্তরাঞ্চল

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর উত্তরাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্স জানায়, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে সরকারিভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর মরক্কোর সবচেয়ে মারাত্মক ওই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২,৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরবি/এফআই

Link copied!