যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগ্বিতণ্ডার পর তিনি এ সিদ্ধান্ত নেন।
স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই সিদ্ধান্তের তথ্য প্রকাশিত হয়। ফক্স নিউজ জানায়, ট্রাম্প মনে না করা পর্যন্ত যে ইউক্রেনের নেতারা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, ততদিন এই সহায়তা স্থগিত থাকবে।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ আরও জানায়, "এটি স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সাময়িক ব্যবস্থা।" এই স্থগিতাদেশের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখনও ইউক্রেনে পৌঁছেনি। এর মধ্যে কিছু অস্ত্র উড়োজাহাজ ও জাহাজে রয়েছে, আর কিছু পোল্যান্ডে ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্তের খবর আসে। তবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সহযোগিতার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত।
প্রসঙ্গত, রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক শ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।
সূত্রঃ রয়টার্স
আপনার মতামত লিখুন :