নতুন প্রকাশিত বই ‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ এ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় উঠে এসেছে। লেখক স্টিভেন এম গিলন দাবি করেছেন, কেনেডি এক ডেনিশ-আমেরিকান সাংবাদিক ইনগা আরভাদের প্রেমে পড়েছিলেন, যিনি সম্ভাব্য নাৎসি গুপ্তচর হিসেবে সন্দেহভাজন ছিলেন।
এফবিআই কেনেডি-ইনগার সম্পর্কের ওপর নজর রাখে এবং তাদের ফোনে আড়িপাতে। একপর্যায়ে কেনেডিকে দক্ষিণ ক্যারোলিনায় বদলি করা হয়।
বইটিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার এক মডেল চালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ইতিহাসবিদরা মনে করেন, প্রেসিডেন্টদের ব্যক্তিগত জীবন রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত না করলেও, তা তাদের ভাবমূর্তি ও জনপ্রিয়তায় ভূমিকা রাখে।
সূত্রঃদ্য পিপল
আপনার মতামত লিখুন :