পাকিস্তানে আবারও বোমা হামলা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:৪৫ পিএম

পাকিস্তানে আবারও বোমা হামলা, নিহত ৫

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের খুজদার জেলায় ভয়াবহ বোমা হামলা হয়েছে। বুধবার সকালে নাল বাজার এলাকায় এ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন আরও ৫ জন।  

পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত বিস্ফোরকটি ছিল শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), যা সাধারণত সন্ত্রাসী হামলায় ব্যবহার করা হয়। বোমাটি একটি মোটরসাইকেলে স্থাপন করা হয়েছিল এবং জনসমাগমপূর্ণ স্থানে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে উদ্ধারকারী দল ও পুলিশ।  

মাত্র তিন দিন আগেই বেলুচিস্তানের কালাত জেলার মুঘলজাই এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন এক নারী। এর পর ৪ মার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ২১ জন। তবে খুজদারের হামলাটি আত্মঘাতী ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।  

বেলুচিস্তানের প্রধানমন্ত্রী মির সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “সন্ত্রাসবাদ নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুজদারের হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং যারা শান্তি নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে।” পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

করোনা মহামারির পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স) জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে হামলার হার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

পিক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে অন্তত ৭৪টি সন্ত্রাসী হামলা হয়েছে, যাতে ৯১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন সন্ত্রাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!