বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

হাঙ্গেরির ভেটোতে আটকে গেল ইউক্রেনের সহায়তা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:২১ এএম

হাঙ্গেরির ভেটোতে আটকে গেল ইউক্রেনের সহায়তা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত করার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগিয়ে এলেও নতুন বাধার মুখে পড়েছে সেই সহায়তা প্যাকেজ। ইউক্রেনকে ৩ হাজার কোটি ইউরো (৩২০০ কোটি ডলার) সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছিল ইইউ, তবে হাঙ্গেরির আপত্তির কারণে এই সহায়তা আটকে গেছে।

 

মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে এ সহায়তার প্রস্তাব উত্থাপন করা হয়। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান এতে ভেটো দেন।

অর্বান তার আপত্তির কারণ ব্যাখ্যা করে বলেন, "এই সহায়তা ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে, যা হাঙ্গেরির নীতির বিপরীত। আমরা সংঘাতের পরিবর্তে শান্তি, সংলাপ ও কূটনৈতিক সমাধান চাই।"

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করতে হলে সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। হাঙ্গেরির বিরোধিতার ফলে আপাতত এই সহায়তা স্থগিত হয়ে গেছে।

ভিক্টর অর্বান ইউরোপের অন্যতম রাশিয়াপন্থি নেতা হিসেবে পরিচিত এবং এর আগেও তিনি একাধিকবার ইউক্রেনের সামরিক সহায়তা আটকে দিয়েছেন। তিনি সবসময় বলে আসছেন যে ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধ করে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করা।

তবে এবার হয়তো অর্বান তার অবস্থানে টিকে থাকতে পারবেন না। ব্রাসেলসের বৈঠক শেষে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেন, "হাঙ্গেরির অবস্থান ইইউ-এর বাকি ২৭টি দেশের থেকে আলাদা। এই ইস্যুতে হাঙ্গেরি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।"

আগামী ২০ মার্চ ইইউ নেতারা আবার বৈঠকে বসবেন, যেখানে ইউক্রেনের সহায়তা প্যাকেজ নিয়ে নতুন আলোচনা হবে।
সূত্র: আরটি

রূপালী বাংলাদেশ

Link copied!