কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় শেষের পথে। দীর্ঘ প্রায় এক দশক দেশ পরিচালনার পর আসছে রোববার (৯ মার্চ) লিবারেল পার্টির নতুন নেতা দায়িত্ব নেবেন।
বিদায়ঘন মুহূর্তে বৃহস্পতিবার (৬ মার্চ) এক আবেগী ভাষণে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন ট্রুডো। তিনি বলেন, "প্রতিদিনই আমি কানাডাকে অগ্রাধিকার দিয়েছি, যাতে দেশের মানুষের সমর্থন আমার পাশে থাকে। আমরা কখনো কানাডিয়ানদের হতাশ করব না- আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও।"
ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কানাডার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের ১০ বছরের শাসনকাল স্মরণ করেন ট্রুডো। তিনি বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েছি। আমার বিদায়ের সময়েও আমি এটুকু বলতে চাই- আমি কখনো কানাডিয়ানদের হতাশ করিনি, ভবিষ্যতেও করব না।"
ট্রুডোর ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর রাজনৈতিক মতবিরোধের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, "কানাডার স্বার্থ রক্ষার জন্য আমি সবসময় লড়াই করেছি। ট্রাম্প প্রশাসনের চাপের মুখেও আমি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি।"
ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্কারোপ করেছিলেন, যা পরে স্থগিত করা হয়। ট্রুডো এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, "ট্রাম্প আচমকাই সিদ্ধান্ত পরিবর্তন করেন, যা দুই দেশের সম্পর্কে অস্থিরতা তৈরি করেছে।"
লিবারেল পার্টির নতুন নেতা আসছে রোববার
আগামী রোববার লিবারেল পার্টির নতুন নেতা ঘোষণা করা হবে, যিনি অক্টোবরের সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন। নতুন নেতা ট্রাম্পের সঙ্গে ভেঙে পড়া সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ট্রাম্প একবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার পরামর্শ দিয়েছিলেন এবং ট্রুডোকে "প্রধানমন্ত্রী"র বদলে "গভর্নর" বলে কটাক্ষ করেছিলেন।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :