ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার (৭ মার্চ) দেশটির সেনাবাহিনী আইডিএফকে (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) গাজায় তাৎক্ষণিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি না হয়, তাহলে আগামী দেড় সপ্তাহের মধ্যেই গাজায় আবার যুদ্ধ শুরু হতে পারে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ একটি প্রস্তাব দিয়েছেন। তবে এটি নিয়ে অগ্রগতি হচ্ছে না।
এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, "হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করছে, ফলে চুক্তির পথ কঠিন হয়ে পড়ছে।"
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, উইটকফের পরিকল্পনায় রয়েছে কয়েকটি বিষয়। প্রথম দিনে জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়া ও একই দিনে অর্ধেক মৃতদেহ ফেরত পাঠানো। এছাড়া ৪২তম দিনে (যুদ্ধবিরতির শেষ দিন) বাকি জিম্মি ও মৃতদেহ ফেরত দেওয়া।
তবে, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ভিন্ন মত রয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হামাস এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি।
ইসরায়েলের এই সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক অচলাবস্থা গাজায় আবার বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: কান নিউজ, জেরুজালেম পোস্ট
আপনার মতামত লিখুন :