বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্ত করতে চলেছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:০৫ এএম

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বিলুপ্ত করতে চলেছেন ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ (Department of Education) সম্পূর্ণভাবে বিলুপ্ত করার পরিকল্পনা নিয়েছেন। এ বিষয়ে শিগগিরই একটি নির্বাহী আদেশ জারি করা হতে পারে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি চান তার নতুন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন "নিজেই নিজেকে চাকরি থেকে বরখাস্ত করুন। "অর্থাৎ, পদত্যাগ করে শিক্ষা বিভাগ বন্ধ করে দিন।  

শিক্ষা বিভাগ বন্ধের উদ্যোগ

প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই মার্কিন কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রশাসনে বড় ধরনের সংস্কার শুরু করেছেন তিনি। এর অংশ হিসেবে এবার সম্পূর্ণ শিক্ষা বিভাগই বিলুপ্ত করতে যাচ্ছেন।

সম্ভবত চলতি সপ্তাহেই (রোববারের আগেই) ট্রাম্প নির্বাহী আদেশে সই করবেন।

লিন্ডা ম্যাকমাহনকে দায়িত্ব দিলেন ট্রাম্প  

প্রেসিডেন্ট হওয়ার দিনই ট্রাম্প তার দীর্ঘদিনের বন্ধু ও ডব্লিউডব্লিউই (WWE)-এর সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী মনোনীত করেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, শিক্ষা বিভাগ বন্ধের দায়িত্ব তার হাতেই পড়বে।

গত সোমবার (৪ মার্চ) মার্কিন সিনেট লিন্ডার মনোনয়ন নিশ্চিত করে। তিনি এর আগে কানেকটিকাট রাজ্যের শিক্ষাবোর্ডে এক বছর কাজ করেছেন এবং স্যাকরেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি ছিলেন।

বিরোধীদের সমালোচনা

ডেমোক্র্যাটিক সিনেটর ও সংখ্যালঘু দলের নেতা চাক শুমার ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, "আমেরিকানরা সরকারি শিক্ষাব্যবস্থায় বিশ্বাস করে। তারা শিক্ষা বিভাগ বন্ধ হতে দেখতে চায় না। ট্রাম্প প্রশাসন যদি শিক্ষাখাতে বাজেট কমিয়ে দেয়, তাহলে দেশজুড়ে স্কুলগুলো বিলিয়ন ডলারের তহবিল হারাবে।"

তবে ট্রাম্প তার পরিকল্পনায় অটল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের কাজ হবে শিক্ষা বিভাগ বন্ধ করা।

 

মার্কিন কংগ্রেস ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ গঠন করে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে এটাই হবে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো কেন্দ্রীয় মন্ত্রণালয় বিলুপ্ত করার নজির।

সূত্র: এপি, রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!