বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
নিহত কয়েকজন

দক্ষিণ সুদানে জাতিসংঘের হেলিকপ্টারে হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:৪১ এএম

দক্ষিণ সুদানে জাতিসংঘের হেলিকপ্টারে হামলা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ সুদানে জাতিসংঘের এক হেলিকপ্টারে হামলার ঘটনায় একজন ক্রু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জাতিসংঘ মিশন (UNMISS) জানিয়েছে, আপার নিল রাজ্যে আহত এক দক্ষিণ সুদানি জেনারেল ও আরও কয়েকজন সেনাকে সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি হামলার শিকার হয়।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হেসম এক বিবৃতিতে বলেছেন, “আমাদের মিশনের সদস্যদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।”

প্রেসিডেন্ট সালভা কির জানিয়েছেন, হামলার পর আরেকটি হেলিকপ্টার উড্ডয়ন করতে সক্ষম হলেও, অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে এবং এতে থাকা সবাই নিহত হন। তবে জাতিসংঘ দাবি করেছে, তাদের উভয় হেলিকপ্টারই নিরাপদে মালাকাল শহরে অবতরণ করেছে।

লড়াইয়ে নিহত ২৭ সেনা, বিপর্যস্ত শান্তিচুক্তি

দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই জানিয়েছেন, হামলায় মোট ২৭ জন দক্ষিণ সুদানি সেনা নিহত হয়েছেন।

আপার নিল অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে শান্তিচুক্তি আরও বিপদের মুখে পড়েছে।

২০১৩ সালে কির ও মাচারের রাজনৈতিক বিরোধ গৃহযুদ্ধে রূপ নেয়, যা ৫ বছর ধরে চলেছিল এবং প্রায় ৪ লাখ মানুষ নিহত হন। ২০১৮ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও, সংঘর্ষ ও জাতিগত সহিংসতা এখনও অব্যাহত।

হোয়াইট আর্মি ও জাতিসংঘ মিশনের জটিলতা

বর্তমানে লড়াই চলছে দক্ষিণ সুদানের সেনাবাহিনী ও ‘হোয়াইট আর্মি’ নামে পরিচিত জাতিগত মিলিশিয়ার মধ্যে, যারা আগে মাচারের সমর্থক ছিল।  

জাতিসংঘ মিশন এই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে এ ধরনের হামলা শান্তিচুক্তি বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

হামলায় নিহতদের মধ্যে রয়েছেন জেনারেল মাজুর ডাক, যিনি আপার নিল অঞ্চলে দক্ষিণ সুদানের বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।  

প্রেসিডেন্ট সালভা কির জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "আমি বারবার বলেছি, আমাদের দেশ আবার যুদ্ধে যাবে না। কেউ আইন নিজের হাতে তুলবে না। সরকারই এই সংকট মোকাবিলা করবে।"

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকে সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সংঘর্ষ দেশটিকে আবারও ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

সূত্র: বিবিসি, রয়টার্স, এপি

রূপালী বাংলাদেশ

Link copied!