আমি জায়োনিস্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১০:৫৯ এএম

আমি জায়োনিস্ট

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবিঃ সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ (জায়োনিস্ট) হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কানাডায় কারোরই নিজেকে ইহুদিবাদী বলতে ভয় পাওয়া উচিত নয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষবিরোধী ফোরামে দেওয়া এক ভাষণে ট্রুডো এই মন্তব্য করেন।
তিনি বলেন, “জায়োনিস্ট শব্দটির প্রকৃত অর্থ হলো, ইহুদি জনগণের তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারে বিশ্বাস রাখা। কিন্তু এটি ক্রমশ একটি নেতিবাচক শব্দ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।"
ট্রুডো আরও বলেন, "ইহুদিবাদী মানে ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী হওয়া। ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ এবং এটি নিয়ে সাধারণ মানুষের উদাসীনতা মোটেও স্বাভাবিক নয়।"


নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি একজন জায়োনিস্ট। এবং কানাডায় কারোরই নিজেকে জায়োনিস্ট পরিচয় দিতে ভয় পাওয়া উচিত নয়।”
ট্রুডোর মতে, ইহুদিবাদকে নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা ইহুদি জনগণের অধিকার রক্ষার মূল আদর্শের বিরোধী। তিনি কানাডায় ইহুদি সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেন এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ট্রুডোর এই বক্তব্য কানাডাসহ আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার অবস্থানকে সমর্থন জানালেও, কেউ কেউ এটিকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স, গ্লোবাল নিউজ
 

রূপালী বাংলাদেশ

Link copied!