ফ্লোরিডায় বিমান চলাচল স্থগিত

দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০১:৫৭ পিএম

দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ

ছবিঃ সংগৃহীত

টেক্সাস থেকে উৎক্ষেপণের পর আবারও ভেঙে পড়েছে ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি স্টারশিপ মহাকাশযান। বৃহস্পতিবার (৬ মার্চ) উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে। এটি স্টারশিপের দ্বিতীয় ব্যর্থ অভিযান।

দুর্ঘটনার পর ফ্লোরিডার বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বিস্ফোরিত মহাকাশযানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিয়ন্ত্রণ হারানোর পরই বিস্ফোরণ

স্পেসএক্স জানিয়েছে, উড্ডয়নের পর স্টারশিপের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা আকাশ থেকে ছিটকে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষের ছবি তুলেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। 
১২৩ মিটার দৈর্ঘ্যের স্টারশিপ উৎক্ষেপণের এক ঘণ্টা পর পৃথিবীর কক্ষপথ ঘুরে ভারত মহাসাগরের ওপর দিয়ে ফিরে আসার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হয়।  

স্পেসএক্সের বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশযানটির ধ্বংসাবশেষ পূর্বপরিকল্পিত এলাকার মধ্যেই পড়েছে এবং এতে কোনো বিষাক্ত উপাদান ছিল না।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত

স্পেসএক্স আরও জানায়, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।** প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, **কয়েকটি ইঞ্জিন নিষ্ক্রিয় হয়ে পড়ার পরই বিস্ফোরণ ঘটে।

এর আগে, গত জানুয়ারিতে টেক্সাসে উৎক্ষেপণের কয়েক মিনিট পরই আরেকটি স্টারশিপ রকেট ব্যর্থ হয়েছিল।

সূত্রঃ রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!