পবিত্র রমজান মাসে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর মুসল্লি ও ওমরাহ পালনকারীদের জন্য ২০ হাজার জমজমের পানির পাত্র স্থাপন করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে পবিত্র এ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা হবে।
কর্তৃপক্ষ দর্শনার্থীদের সচেতনতামূলক কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে ব্যবহৃত প্লাস্টিকের কাপ নির্ধারিত বর্জ্যের বিনে ফেলার ওপর জোর দেয়া হয়েছে এবং পানির পাত্র খোলার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এসব ব্যবস্থা পরিচ্ছন্নতা রক্ষা ও মুসল্লিদের জন্য নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।
গ্র্যান্ড মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্পূর্ণ সুসজ্জিত ওজুখানা স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিং ফাহাদ সম্প্রসারণ এলাকা—যেখানে এসকেলেটর ও লিফটের মাধ্যমে যাতায়াত করা যায়, মাসআ এলাকা (আল-মারওয়ার কাছে), এবং মসজিদের পূর্ব ও পশ্চিমের আঙ্গিনা।
এ ছাড়াও, মুসল্লিদের সুবিধার্থে মক্কা কোম্পানি ও দার আত-তাওহিদের মধ্যবর্তী স্থানে এবং উত্তর আঙ্গিনায় অতিরিক্ত ওজুখানা স্থাপন করা হয়েছে।
প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নির্ধারিত ওজুখানাগুলো ব্যবহার করার কঠোরভাবে নির্দেশনা দিয়েছে। তারা এও বলেছে যে, জমজমের পানি শুধু পান করার জন্যই সংরক্ষিত, ওজু করার জন্যে নয়।
আপনার মতামত লিখুন :