সার্ফারের ওপর হাঙরের হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৩৪ এএম

সার্ফারের ওপর হাঙরের হামলা

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে সার্ফিং করার সময় এক ব্যক্তি হাঙরের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীও পুলিশ। উদ্ধারকারী দল তার সার্ফবোর্ড খুঁজে পেয়েছে, যেখানে স্পষ্ট দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তারা।  

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তি ৩৭ বছর বয়সী স্টিভেন পেইন। মঙ্গলবার (স্থানীয় সময়) তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার দূরবর্তী হোয়ার্টন বিচে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের শিকার হন।  

পুলিশ জানিয়েছে, এটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় চতুর্থ প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা।  

পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের সিনিয়র সার্জেন্ট ক্রিস্টোফার টেলর বলেন, আমি নিশ্চিত করতে পারি যে এটি এখন আর উদ্ধার অভিযান নয়, বরং নিখোঁজ দেহ খোঁজার অভিযান।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত সার্ফবোর্ডে হাঙরের কামড়ের স্পষ্ট চিহ্ন রয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার মুহূর্তের একটু আগেই পানিতে একটি হাঙর দেখা গিয়েছিল। এরপরই দুপুরের দিকে সেই এলাকায় চিৎকার শোনা যায়, যেখানে স্টিভেন সার্ফিং করছিলেন।  

স্টিভেন তখন বুক সমান পানিতে ছিলেন, সৈকত থেকে মাত্র ৫০ মিটার দূরে। তার সঙ্গে আরও দুজন সার্ফার থাকলেও তারা কিছুই করতে পারেননি।  

গত ফেব্রুয়ারিতে পূর্ব অস্ট্রেলিয়ার এক দ্বীপে ১৭ বছর বয়সী এক কিশোরী হাঙরের আক্রমণে মারা যান। এর এক মাস আগে দক্ষিণ অস্ট্রেলিয়ায় ২৮ বছর বয়সী এক সার্ফারও একইভাবে প্রাণ হারান।  

গত বছরের ২৮ ডিসেম্বর কুইন্সল্যান্ডের উপকূলে মাছ শিকারের সময় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাঙর গলায় কামড় দেয়, যা তার মৃত্যু নিশ্চিত করে।  

হাঙর সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে কিছু ক্ষেত্রে তারা বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে সার্ফারদের চলাফেরা অনেক সময় হাঙরের চোখে শিকার মনে হতে পারে। এই কারণে বিশেষজ্ঞরা সমুদ্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।  

এখন, উদ্ধারকারী দল স্টিভেন পেইনের সন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে তিনি আর জীবিত নেই।

সূত্র: আল জারিরা 

আরবি/এসএস

Link copied!