শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

যেভাবে ৩৫ মিনিটে কাবা শরীফ পরিষ্কার করছে ৩ হাজার কর্মী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:৫৪ পিএম

যেভাবে ৩৫ মিনিটে কাবা শরীফ পরিষ্কার করছে ৩ হাজার কর্মী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ মাত্র ৩৫ মিনিটে সম্পূর্ণ পরিচ্ছন্ন করা হয়েছে। হাজীদের ইবাদতে যেন কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই দ্রুত কার্যক্রম পরিচালিত হয়। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সাড়ে ৩ হাজার কর্মী।

বুধবার (১২ মার্চ) দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কাবা শরীফ ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, সাড়ে তিন হাজার নারী ও পুরুষ কর্মী প্রতিদিন ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন পবিত্র স্থানটির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করেন। তাদের সহায়তায় রয়েছে ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন ও ৬৭৯টি অত্যাধুনিক ক্লিনিং ডিভাইস।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য মসজিদুল হারামের ভেতরে ও বাইরে তিন হাজারেরও বেশি কনটেইনার স্থাপন করা হয়েছে। গড়ে প্রতিদিন ৭০ টন আবর্জনা সংগ্রহ করে সরিয়ে ফেলা হয়, যা হজ মৌসুমে বেড়ে ১০০ টনে পৌঁছে যায়।

পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা উপকরণ ব্যবহারের মাধ্যমে হাজীদের কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করেই ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যাতে আল্লাহর মেহমানরা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন এবং তাদের স্বাস্থ্য ও কল্যাণ সুরক্ষিত থাকে।

আরবি/একে

Link copied!