মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

পোষা কুকুরের গুলিতে মালিক আহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১০:৪৬ এএম

পোষা কুকুরের গুলিতে মালিক আহত

প্রতীকী ছবি

পোষা কুকুরের গুলিতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির মেফিসের এক বাসিন্দা। সোমবার এ বিরল ঘটনা ঘটে।

নিজের ও সম্পদের সুরক্ষার জন্য অনেকেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কিনে রাখেন। এই অস্ত্রই কখনো কখনো নিজের বিপদ ঢেকে আনে। এমন এক ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে।

গত সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন এক ব্যাক্তি। সাথে থাকা তার সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ঠিক কী ঘটেছে, সেটা বোঝার চেষ্টা করছিলেন তাঁরা। হঠাৎ সে ব্যক্তি বুঝতে পারেন যে তাঁর বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তাঁর ঊরু ছুঁয়ে বেরিয়ে গেছে।

পুলিশ বলেছে, ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁর এক বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ লেগে গুলি বেরিয়ে যায়। প্রাণে বেঁচে গেলেও ওই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।

মেমফিসের এই ঘটনার পর স্থানীয় একটি সংবাদমাধ্যমকে ওই ব্যক্তির মেয়েবন্ধু বলেন, এ ঘটনায় তাঁর শিক্ষা হলো, আগ্নেয়াস্ত্রের ‘সেফটি চালু রাখুন অথবা ট্রিগার লক ব্যবহার করুন।’

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটলেও প্রাণীর গুলিতে মানুষ হতাহত হওয়ার ঘটনা বিরল।দুই বছর আগে কানসাসে একটি জার্মান শেফার্ড কুকুর একটি হান্টিং রাইফেলের ওপর দাঁড়িয়ে গেলে সেটি থেকে গুলি বের হয়ে যায়। এতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।

২০১৮ সালে আইওয়ায় ৫১ বছরের আরেক ব্যক্তি কুকুরের গুলিতে আহত হয়েছিলেন।
 

সূত্রঃ এএফপি

আরবি/এসএম

Link copied!