ফোনালাপে ট্রাম্প-পুতিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৯:৫৭ পিএম

ফোনালাপে ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলছেন- ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলা শুরু করেছেন।

তাদের ফোনালাপ এক ঘন্টা ধরে চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টা ৫৪ মিনিটে দেওয়া ওই পোস্টে স্ক্যাভিনো লিখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলছেন।’

‘ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী সকাল ১০ টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে চলছে এই ফোনালাপ।’

অর্থাৎ, স্ক্যাভিনোর পোস্টের সময়েই প্রায় এক ঘণ্টা ধরে চলছে ফোনকলটি। 

 

স্ক্যাভিনো তার পোস্টে আরও লিখেছেন, ‘ফোনালাপ ভালোভাবেই চলছে। এখনও চলছে।’

জানা গেছে, এই ফোনকলে মূলত ইউক্রেন যুদ্ধে ইতি টানতে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলছেন দুই সরকারপ্রধানের মধ্যে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মূল বিষয় হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়া-ইউক্রেনের মধ্যকার ৩০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি পরিকল্পনা।

সোমবার ট্রাম্প নিজেই জানান, তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।

এয়ারফোর্স ওয়ানের উড়োজাহাজে বসে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, আমরা ভূখণ্ড নিয়ে কথা বলব…আমরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নিয়ে কথা বলব।’

মার্কিন কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির চুক্তি দিনের আলো দেখবে।
 

আরবি/ফিজ

Link copied!