যুক্তরাষ্ট্রের মাত্র ৮ বছর বয়সী এক শিশু, জ্যাক মার্টিন প্রেসম্যান, ইতিহাস গড়েছে। সে বিশ্বের সবচেয়ে অল্পবয়সী ব্যক্তি হিসেবে শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা লাভ করেছে। মহাকাশ গবেষণা ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে এটি এক নতুন মাইলফলক।
জ্যাক মার্টিন প্রেসম্যান একজন মার্কিন শিশু, যার মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে প্রচণ্ড আগ্রহ রয়েছে। তার বাবা-মা জানিয়েছেন, ছোটবেলা থেকেই জ্যাক মহাকাশ, নভোচারী ও বিজ্ঞান নিয়ে প্রচণ্ড কৌতূহলী। বিশেষত, মহাকর্ষবিহীন অবস্থার অনুভূতি সম্পর্কে জানার ইচ্ছে তাকে ছোট বয়সেই এক ব্যতিক্রমী অভিজ্ঞতার দিকে নিয়ে যায়।
জ্যাক প্রেসম্যান একটি বিশেষ বিমান জিরো-জি এক্সপেরিয়েন্স (Zero-G Experience)-এর মাধ্যমে শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা অর্জন করেছে। এই বিমানটি প্যারাবলিক ফ্লাইট (Parabolic Flight) নামক একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, যা কয়েক সেকেন্ডের জন্য অভ্যন্তরীণ পরিবেশকে মহাকাশের মতো ওজনহীন করে তোলে।
নভোচারীরা সাধারণত মহাকাশে যাওয়ার আগে এই ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন। তবে এত কম বয়সে কেউ এই অভিজ্ঞতা অর্জন করেনি। জ্যাকের এই অর্জন তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মহাকর্ষহীন অবস্থার অভিজ্ঞতা নেওয়ার খেতাব এনে দিয়েছে।
শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা নেওয়ার পর জ্যাক উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘এটা ছিল জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্ত! আমি যেন সত্যি সত্যি মহাকাশে ভাসছিলাম!’
তার বাবা-মা বলেন, ‘ছোট থেকেই জ্যাক মহাকাশচারী হতে চায়, এবং এটি ছিল তার স্বপ্নপূরণের প্রথম ধাপ।’
জ্যাক প্রেসম্যান ইতিমধ্যেই বিভিন্ন মহাকাশ সংস্থা ও বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তার এই অল্প বয়সে অর্জিত অনন্য অভিজ্ঞতা ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান ও গবেষণার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে পারে। জ্যাকের পরিবার জানায়, সে ভবিষ্যতে নাসা (NASA) বা স্পেস-এক্স (SpaceX)-এর সাথে কাজ করে বাস্তবিক মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে চায়।
জ্যাক মার্টিন প্রেসম্যানের এই রেকর্ড কেবল তার ব্যক্তিগত অর্জনই নয়, এটি বিশ্বের শিশুদের জন্যও এক অনুপ্রেরণা। তার এই শূন্য মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও অনেক তরুণ বিজ্ঞানী ও মহাকাশচারী তৈরিতে অনুপ্রাণিত করবে।
আপনার মতামত লিখুন :