সোমবার, ৩১ মার্চ, ২০২৫

গাজা হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৫৬ এএম

গাজা হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাস নেতা নিহত

ছবি: সংগৃহীত

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা ও তার সহযোগী নিহত হয়েছেন বলে জানা গেছে।  

ইসমাইল বারহুম, যিনি হামাসের আর্থিকবিষয়ক প্রধান ছিলেন, খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে হামলার শিকার হন।  

চার দিন আগে এক বিমান হামলায় আহত হওয়ার পর তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের পর তারা হাসপাতালের ভেতরে থাকা একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে, ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে।  

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অনেক মানুষ, যার মধ্যে চিকিৎসা কর্মীরাও রয়েছেন, আহত হয়েছেন। হাসপাতালের যে বিভাগে হামলা হয়েছে, তার একটি বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় সেটি খালি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।  

ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, হামাস হাসপাতালগুলোকে অস্ত্র মজুত ও সামরিক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।  
হামাসের আরেক নেতা সালাহ আল-বারদাউইল রোববার খান ইউনিসে একটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।  

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকালে হাসপাতালের ওপর হামলার আগে খান ইউনিস ও রাফাহতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।  

১৮ মার্চ, ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করে, যা প্রায় দুই মাস স্থায়ী যুদ্ধবিরতির পর সংঘটিত হয়। সেই থেকে কয়েকশ মানুষ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে, হামাস জানিয়েছে, ইসরায়েলই জানুয়ারিতে করা মূল চুক্তি থেকে সরে এসেছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া, ২৫১ জনকে জিম্মি করে হামাস।  

ইসরায়েল পাল্টা সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

আরবি/এসএস

Link copied!