সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আলজাজিরার সাংবাদিকসহ ৬১ জনকে হত্যা করল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৯:৪৬ এএম

আলজাজিরার সাংবাদিকসহ ৬১ জনকে হত্যা করল ইসরায়েল

হামলায় নিহত আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত ছবি- ইন্টারনেট

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর বোমা হামলা। হামলায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ কমপক্ষে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। খবর আলজাজিরার।

প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা পাল্টা অভিযোগ করেছে যে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।

এদিকে ইয়েমেনেও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ইয়েমেনের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

এর মধ্যে রাজধানী সানার একটি ঘনবসতিপূর্ণ এলাকাও রয়েছে যেখানে কমপক্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ইতোমধ্যে, গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৫০ হাজার ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা আরও বেশি।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

আরবি/এসএম

Link copied!