শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। রহমত ও মাগফিরাতের দশক শেষে এখন চলছে নাজাতের দশক। এমন সময়ে এসে সবচেয়ে বেশি যা নিয়ে আলোচনা হচ্ছে তা হলো- এবার রোজা কতটি হবে, ২৯ নাকি ৩০? এই অবস্থায়, পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
বুধবার (২৭ মার্চ) সংস্থাটি জানিয়েছে, ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারা এক বিবৃতিতে জানিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ৩০ মার্চ ২০২৫ তারিখে পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি। এর ফলে রমজান মাস ২৯ দিনে পূর্ণ হবে এবং ঈদুল ফিতরের প্রথম দিন ৩১ মার্চ উদযাপিত হতে পারে।
এছাড়া, সৌদি আরবের ক্ষেত্রে ২৯ মার্চ ২০২৫ তারিখে চাঁদ দেখা খুবই অসম্ভব বলে জানানো হয়েছে, কারণ মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় পাঁচ ঘণ্টা হবে। তাই, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো ৩০ মার্চ চাঁদ দেখবে এবং ৩১ মার্চ ঈদ উদযাপন করবে।
এছাড়াও, পাকিস্তান সরকার ঈদুল ফিতরের জন্য ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন দিন ছুটির ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি এবং আঞ্চলিক কমিটি ৩০ মার্চ (রোববার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য বৈঠক করবে, যা রমজান মাসের সম্ভাব্য শেষ দিন হিসেবে চিহ্নিত হবে।
এদিকে, পাকিস্তান আবহাওয়া দপ্তর ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ মার্চ ২০২৫ তারিখে শাওয়াল ১৪৪৬ হিজরি সালের নতুন চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :