মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ২৬ জন, নিখোঁজ ৪৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৫:৩৩ পিএম

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ২৬ জন, নিখোঁজ ৪৩

ছবি: সংগৃহীত

মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

মায়ানমারের সাগাইং অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে, যার ফলে ওই ভবনে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৩ জন আটকা পড়ে। এছাড়া একই সময়ে, থাইল্যান্ডে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের ১২ মিনিট পর, ৬.৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

থাই পিবিএসের খবর অনুযায়ী, ব্যাংককের চাতুচাক জেলায় একটি নির্মাণাধীন উঁচু ভবন ধসে পড়ে, যেখানে অনেকেই আটকা পড়েছেন। এই ঘটনায় ৪৩ জন আটকা পড়ে থাকলেও, উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও, মায়ানমারের তাউঙ্গু শহরে একটি মঠ ধসে পড়ে, যার ফলে পাঁচজন বাস্তুচ্যুত শিশু প্রাণ হারায়।

এদিকে মায়ানমারের মান্দালয় অঞ্চলের শোয়ে ফো শিং মসজিদে নামাজের সময় ভূমিকম্প আঘাত হানে, ফলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ওই মসজিদসহ আরও তিনটি মসজিদ ধসে পড়ে এবং সেখানে অনেক মানুষ আটকা পড়ে। উদ্ধারকর্মীরা এই বিপদজনক পরিস্থিতি থেকে আটকে পড়া  মানুষদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।

ভূমিকম্পের পর মায়ানমারে ঐতিহাসিক আভা সেতুটি ধসে পড়েছে এবং মান্দালয় প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হওয়ায় মায়ানমারের রাষ্ট্রীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

থাইল্যান্ডের কর্তৃপক্ষও দেশজুড়ে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। ভূমিকম্পের কারণে ব্যাংককের স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে।

আরবি/জেডি

Link copied!