সোমবার, ৩১ মার্চ, ২০২৫

৪ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:১৫ পিএম

৪ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ভারতের উওরপ্রদেশের শাহজানপুরের রাজীব কুমার (৩৬) নামের এক ব্যক্তি চার সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, রাজীব কুমারের স্ত্রী কয়েকদিন আগে বাপের বাড়ি যায়। স্ত্রীর অনুপস্থিতিতে চার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে খুন করে আত্মহত্যা করেন তিনি।

‘স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হয় রাজীবের। অশান্তি লেগেই থাকত সংসারে। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি । স্ত্রী বাপের বাড়ি গেলে রেগে যান তিনি। আর এই রাগে চার সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঘর থেকে কোনো শব্দ না পাওয়ায় রাজীবের বাবা দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপর বিছানায় চার শিশুর মরদেহ ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজীবের ঝুলন্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

আরবি/জেডি

Link copied!