মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে ভূমিকম্পে বহু হতাহত, সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:৫১ পিএম

মিয়ানমারে ভূমিকম্পে বহু হতাহত, সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনায় উদ্ধার অভিযান ছবি: ইন্টারনেট

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। 

এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিদোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মি. হ্লাইং।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে তিনজন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১জন নির্মাণ শ্রমিক। থাই সামরিক বাহিনীর তথ্য মতে, ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন।

মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকার ইতোমধ্যে রাজধানী নেইপিদো সহ ৬টি শহর ও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বাকি ৫টি অঞ্চল হলো অঞ্চলগুলো হলো সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, পূর্ব শান।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রাও রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন।

সূত্র: বিবিসি।  
 

আরবি/এসএম

Link copied!