মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০১:১০ পিএম

ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে

ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক যুবক দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে নিয়ে দুই তরুণীও স্বেচ্ছায় একই ব্যক্তিকে বিয়ে করেছেন, যা স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।  

তেলেঙ্গানার কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা সূর্যদেব প্রেম করছিলেন লাল দেবী ও জালকারি দেবীর সঙ্গে। বিষয়টি এলাকাবাসী ভালোভাবে না নিলেও, দুই তরুণী স্বেচ্ছায় বিয়েতে রাজি হলে শেষ পর্যন্ত স্থানীয়রাও মেনে নেন। পরে জমকালো আয়োজনে সূর্যদেব দুই প্রেমিকাকে একই মণ্ডপে বিয়ে করেন।  

বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, সূর্যদেব দুই কনের হাত ধরে সাত পাকে ঘুরছেন। পেছনে বাজছে বিয়ের সানাই। এমনকি তিনি দুই নববধূর ছবি সংযুক্ত করে নিমন্ত্রণপত্রও ছাপিয়েছিলেন।  

ভারতে হিন্দু আইন অনুযায়ী বহুবিবাহ নিষিদ্ধ হলেও, এটি প্রথম ঘটনা নয়। ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক যুবক একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন, যেখানে তিন পরিবারের সম্মতি ছিল। এছাড়া, ২০২২ সালে ঝাড়খণ্ডে আরেক যুবক তার দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন, যা সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল।  
ভিন্নধর্মী এই বিয়ে নিয়ে সামাজিক প্রতিক্রিয়া মিশ্র। কেউ ভালোবাসার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক বিধি-নিষেধের প্রসঙ্গ তুলছেন।

সূত্র: এনডিটিভি

আরবি/এসএস

Link copied!