বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৪:১৫ পিএম

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: এবিসি নিউজ

বিশ্বের অনেক দেশে আজ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসের সমাপ্তির পর ঈদুল ফিতরের দিনে রাশিয়ান মুসলিমদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় আধ্যাত্মিক অধিদপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা পুতিনের অভিনন্দনপত্রে লেখা আছে, ঈদুল ফিতরের ছুটিতে আমি আপনাকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। 

পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে, এই প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ছুটির দিনটি আধ্যাত্মিক বিকাশ, দয়া এবং করুণার সন্ধানের প্রতীক।

পুতিন তার বার্তায় রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ অবদান, দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

উল্লেখ্য, পুতিনের পাশাপাশি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও ঈদের দিন উপলক্ষে মুসলিমদের অভিনন্দন জানিয়েছেন।
 

আরবি/এসএম

Link copied!