বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ভারতে ঈদের আগে মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ১০:৫৩ এএম

ভারতে ঈদের আগে মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগে ভারতের মহারাষ্ট্রের বীড জেলায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

জিলেটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণ

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের জন্য জিলেটিন স্টিক ব্যবহার করা হয়েছিল। এক যুবক মসজিদের ভেতরে ঢুকে সম্ভবত ওই বিস্ফোরক রেখে যায়, যা পরে বিস্ফোরিত হয়।  

ঘটনার পরপরই স্থানীয় গ্রাম প্রধান বিষয়টি পুলিশের নজরে আনেন। ভোর ৪টার দিকে তিনি তালাওয়াড়া থানায় খবর পাঠান। দ্রুত ব্যবস্থা নিয়ে বীডের পুলিশ সুপার নভনীত কানওয়াত ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন।  

নিরাপত্তা জোরদার, আটক ২

বিস্ফোরণের ফলে মসজিদের ভেতরের মেঝে এবং কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

পুলিশের বরাতে জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন সামাজিক মাধ্যমে বিস্ফোরণের একটি ভিডিও আপলোড করেছিল। পুলিশ ভিডিওটি নজরে আসার পরই তাদের গ্রেপ্তার করে।  

বীডের পুলিশ সুপার জানান, “গ্রামের প্রধান আমাদের ফোন করে বিস্ফোরণের ঘটনা জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি এবং পরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।”  

এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে, তবে তদন্ত চলছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে।

আরবি/এসএস

Link copied!