বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

পরমাণু চুক্তি না মানলে বোমা হামলা: ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৫:০৬ পিএম

পরমাণু চুক্তি না মানলে বোমা হামলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: ফিনান্সিয়াল টাইমস

পরমাণু চুক্তি না করলে ইরানে বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটিকে নতুন শুল্কের মুখোমুখি হতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

রোববার (৩০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না বলে ঘোষণা পর এই প্রথম মুখ খুললেন ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন, তবে তিনি এর বেশি কিছু জানাননি।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প কঠোরভাবে হুশিয়ারি দেন, ‘যদি তারা (ইরান) কোনো চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এমন বোমা হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

তিনি আরও বলেন, ‘যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে এমন সম্ভাবনা আছে যে—আমি তাদের ওপর দ্বিতীয় দফা শুল্ক আরোপ করব, যেমনটা আমি চার বছর আগে করেছিলাম।’

কয়েক দিন আগে ট্রাম্প বলেছিলেন, তেহরান যদি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি না হয়, তাহলে ‘ইরানের জন্য খুব খারাপ, খারাপ কিছু ঘটতে চলেছে।’ রোববারের মন্তব্য সেই অবস্থানের থেকে আরও এক ধাপ এগিয়ে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও গতকাল রোববার একই কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্ধৃতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যাত হলেও পরোক্ষ আলোচনা চলতে পারে।

উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৫ সালের ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। এরপর থেকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।

আরবি/এসএম

Link copied!