বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

স্ত্রীর কারণে পুলিশ সদস্যকে বরখাস্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৩:২১ পিএম

স্ত্রীর কারণে পুলিশ সদস্যকে বরখাস্ত

প্রতীকি ছবি

রাস্তায় স্ত্রীর রিল ভিডিও বানানো নিয়ে যানজট তৈরি হওয়ায় অজয় কুণ্ডু নামে এক সিনিয়র কনস্টেবলকে বরখাস্ত করেছে চন্ডিগড় পুলিশ। খবর এনডিটিভির

জানা গেছে, ২০ মার্চ সেক্টর-২০ গুরুদ্বার চকে জেব্রা ক্রসিংয়ে নাচের ভিডিও বানাচ্ছিলেন অজয়ের স্ত্রী জ্যোতি। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্ক শুরু হয় চারদিকে।

জ্যোতি ৩২ নম্বর সেক্টরের একটি মন্দির থেকে ফিরে আসার সময় তার শ্যালিকা পূজার সাহায্যে নাচের রিলটি ধারণ করেছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে জ্যোতিকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের সাথে নাচতে দেখা যায়। এসময় যে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে তাতে কোনো নজরই ছিল না জ্যোতির।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর, হেড কনস্টেবল জসবীর চন্ডিগড়ের সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। চন্ডিগড় পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং একটি দল সেক্টর ২০-এর গুরুদ্বার চক এবং সেক্টর ১৭-এর থানায় স্থাপিত ক্যামেরার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এর ফলে, যান চলাচলে বাধা সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়।

ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেন অজয়। এ কারণে  সেক্টর ১৯ পুলিশ স্টেশনের কনস্টেবল অজয় কুণ্ডুকেও তার পদ থেকে বরখাস্ত করা হয়। 

আরবি/এসবি

Link copied!