সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

লোহিত সাগরে মার্কিন রণতরীতে মুহুর্মুহু হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:০৬ পিএম

লোহিত সাগরে মার্কিন রণতরীতে মুহুর্মুহু হামলা

লোহিত সাগরে মার্কিন রণতরী ছবি: রয়টার্স

মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে লোহিত সাগরে  অন্তত তিন বার হামলা চালানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরের উত্তরাঞ্চলে মার্কিন এই রণতরী ও এর বহরে থাকা জাহাজে বুধবার (০২ এপ্রিল) ভোরের দিকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের পরিচালিত আল-মাশিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হুথির সামরিক শাখার সদস্যরা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছেন। 

এ সময় মার্কিন রণতরীর বহর লক্ষ্য করে অন্তত তিন বার হামলা চালানো হয়েছে।

তিনি বলেছেন, ‘‘এই অঞ্চলে আমেরিকান শত্রুদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রমবর্ধমান গতিতে আমাদের হামলা কার্যক্রম অব্যাহত থাকবে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম থামবে না।’’

তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যানে হুথিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

মঙ্গলবার ইয়েমেনে হুথিদের গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুদাইদাহর মানসুরিয়া জেলায় একটি পানি প্রকল্পে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন সামরিক বাহিনীর এই হামলায় সেখানে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় প্রকল্পের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্ল্যেখ্য, হুথিদের উপর হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তারা কয়েকবার হামলাও চালিয়েছে হুথিদের বিভিন্ন স্থাপনায়। 

আরবি/এসএম

Link copied!