শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

যুদ্ধবিমান ভেঙে পড়ায় ভারতীয় বিমান বাহিনীর পাইলট নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১১:১১ এএম

যুদ্ধবিমান ভেঙে পড়ায় ভারতীয় বিমান বাহিনীর পাইলট নিহত

ছবি: সংগৃহীত

গুজরাটের জামনগরের কাছে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বুধবার (২ এপ্রিল) রাতে বিধ্বস্ত হওয়ার ফলে এক পাইলট প্রাণ হারিয়েছেন এবং অপর পাইলট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  

ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়ায় পাইলটরা ইজেকশন প্রক্রিয়া শুরু করেন। এ কারণে বিমানটি জনবহুল এলাকায় পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।  

আইএএফ আরও জানিয়েছে, পাইলটের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবারের পাশে রয়েছে আইএএফ। এ ছাড়াও দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কীভাবে ঘটেছে দুর্ঘটনা?

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সুভর্দা গ্রামে, জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মাঠের একাংশে আগুন ধরে যায় এবং বিমানটির ককপিট ও লেজ ভিন্ন ভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়।  

তদন্তকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপদ করার ব্যবস্থা নেয়। শুরুতে এক পাইলট নিখোঁজ ছিলেন, পরে তাঁকে পাওয়া গেলেও তিনি গুরুতর আহত অবস্থায় মারা যান।  

জাগুয়ার যুদ্ধবিমান সম্পর্কে বিস্তারিত

জাগুয়ার একটি যমজ ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যা মূলত স্থলভাগে হামলার জন্য ব্যবহৃত হয়। ১৯৭০-এর দশকে এটি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় এবং তখন থেকেই একাধিক আপগ্রেডের মাধ্যমে এর কার্যক্ষমতা বাড়ানো হয়েছে। বিমানটি একক ও দ্বৈত আসনবিশিষ্ট সংস্করণে পাওয়া যায়, যা প্রশিক্ষণ ও যুদ্ধ মিশনের জন্য ব্যবহৃত হয়।  

বয়স বেড়ে যাওয়ার কারণে জাগুয়ার বিমানগুলোর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বিমান বাহিনী বয়স্ক যুদ্ধবিমানগুলো প্রতিস্থাপনের পরিকল্পনা করছে এবং অত্যাধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

এই দুর্ঘটনার পর বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের বিষয়টি আরও গুরুত্বের সাথে দেখা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

আরবি/এসএস

Link copied!