শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০২:৫৯ পিএম

ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকে প্রচারের মাধ্যমে মেটা‍‍’র লাভ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০২:৫৯ পিএম

ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকে প্রচারের মাধ্যমে মেটা‍‍’র লাভ

ছবিঃ সংগৃহিত

ফেসবুক ১০০টিরও বেশি প্রদত্ত বিজ্ঞাপন প্রচার করেছে, যা দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপন এবং চরমপন্থি বসতিবাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে, এমন আশঙ্কা উঠেছে।  

আলজাজিরার এক তদন্তে জানা গেছে, ইসরায়েলি রিয়েল এস্টেট কোম্পানিগুলো পশ্চিম তীরের অবৈধ বসতিতে বাড়ি বিক্রি করার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। এসব বিজ্ঞাপনে গাজার ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটগুলোর জন্য তহবিল সংগ্রহের প্রস্তাবও ছিল।

মেটা (ফেসবুকের মূল কোম্পানি) জানায় যে, সব বিজ্ঞাপনই কোম্পানি দ্বারা পর্যালোচিত হয়। যদিও তারা স্বীকার করেছে যে, কিছু বিজ্ঞাপন ‘সামাজিক ইস্যু, নির্বাচন এবং রাজনীতি নীতি লঙ্ঘন’ করার জন্য সরিয়ে নেয়া হয়েছে, তবে তারা নিশ্চিত করেনি যে, দখলকৃত ফিলিস্তিনি ভূমির ওপর নির্মিত অবৈধ বসতিগুলোর প্রচার ওই নীতিমালার লঙ্ঘন কি না।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেটা যদি এই বিজ্ঞাপনগুলো অনুমোদন করে এবং পেমেন্ট গ্রহণ করে, তবে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী হতে পারে। ব্রায়ান লেইসম্যান, যুক্তরাজ্যের এমপি, এ ব্যাপারটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।

ফেসবুকে অবৈধ বসতিগুলোর বিজ্ঞাপন

ইসরায়েলি রিয়েল এস্টেট কোম্পানিগুলোর অন্তত ৫২টি বিজ্ঞাপন পাওয়া গেছে, যা পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাড়ি বিক্রির প্রচার করছে। এসব বিজ্ঞাপনগুলো মার্চ ২০২৪ থেকে প্রচারিত হচ্ছে এবং বেশকিছু এখনো ফেসবুকে সক্রিয় রয়েছে।

মেটা জানিয়েছে, তারা বিজ্ঞাপনগুলোর আগে পর্যালোচনার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া এবং দল গঠন করেছে, যা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপনগুলো পর্যালোচনা করে। তবে, বিশেষজ্ঞরা বলেছেন যে, আন্তর্জাতিক আইন সম্পর্কিত নানা দিক থেকে বিষয়গুলো ঠিকভাবে পর্যালোচনা হচ্ছে না।

আইন অনুযায়ী অবৈধ বসতিগুলো

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি অবৈধ। রোম চুক্তি অনুযায়ী, দখলকৃত এলাকায় একটি বিদেশি শক্তির নাগরিক জনগণকে স্থানান্তর করা একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

কুইন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ প্রফেসর আউফে ও‍‍`ডোনোগ্যু বলেন, ‘যদি ইসরায়েলি সরকার এই বসতি স্থাপনগুলোকে সহায়তা করে, তাহলে তা তৃতীয় জেনেভা কনভেনশন লঙ্ঘন করবে।’

বসতিগুলোর প্রচারের পাশাপাশি ফেসবুকে তহবিল সংগ্রহ

এ ছাড়া, ফেসবুকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। এসব বিজ্ঞাপন গাজার ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটগুলোর জন্য তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যে প্রচারিত হয়েছিল। ইসরায়েলি গায়ক মায়ার মালিক এসব বিজ্ঞাপন দিয়েছেন, যার মধ্যে সেনাবাহিনীর স্নাইপার টিম, ড্রোন ইউনিট এবং বিশেষ বাহিনীর জন্য তহবিল সংগ্রহের আহ্বান ছিল।

ফেসবুকের নীতিমালার লঙ্ঘন?

মেটার বিজ্ঞাপন নীতিমালায় বলা হয়েছে, ‘কোনো বিজ্ঞাপন অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক বিক্রি বা ব্যবহার প্রচার করতে পারে না।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব বিজ্ঞাপন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং ফেসবুক আসলে এসব অপরাধে সহায়তা করছে।

যুক্তরাজ্যের এমপি ব্রায়ান লেইসম্যান মন্তব্য করেছেন যে, ‘এটা খুবই উদ্বেগজনক যে, ইসরায়েলি চরমপন্থি গোষ্ঠী ও ব্যবসাগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা প্রচার করছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে আরও সতর্ক থাকতে হবে এবং তাদের প্ল্যাটফর্মে যে ধরনের বিষয় প্রকাশিত হচ্ছে তার জন্য দায়িত্ব নিতে হবে।’

আরবি/এসএস

Link copied!