ধারাবাহিক অভিযানে বাংলাদেশিসহ ১৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) কেদাহ রাজ্যের চারটি জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেদাহ ইমিগ্রেশন অবৈধ অভিবাসীদের উপস্থিতির বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তা ও কল্যাণে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (০৯ এপ্রিল) বিবৃতির মাধ্যমে জানিয়েছেন কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন জানান, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, সেলাইয়ের দোকান, খাবারের দোকান, কারখানা এবং খুচরা দোকানের মতো বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। ইয়ান জেলায় চালু হওয়া অপ মাহিরে মোট ৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া কোটা সেতারের অপ বেলাঞ্জা থেকে পাঁচজন অবৈধ অভিবাসীকে, পেন্ডাংয়ের অপ সাপুতে আরও তিনজন এবং কুয়ালা মুদায় একই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে
গ্রেপ্তারকৃতরা মায়ানমার, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক । অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এবং অভিবাসী পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭ (অপটিজম) এর অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, জনসাধারণকে অবৈধ অভিবাসী সম্পর্কিত যে কোনো তথ্য জানানোর আহ্বান জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
আপনার মতামত লিখুন :