মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:১০ এএম

banner

শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:১০ এএম

শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ চাঙ্গা রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের নিয়োজিত চিকিৎসক। সাম্প্রতিক বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় তার হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ু ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা স্বাভাবিক ও সক্রিয় পাওয়া গেছে।

সোমবার (১৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (১১ এপ্রিল) ওয়াশিংটন ডিসির কাছাকাছি অবস্থিত ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা জানান, ট্রাম্প মানসিক সক্ষমতা পরীক্ষায় পূর্ণ নম্বর (৩০-এর মধ্যে ৩০) পেয়েছেন, যা তার স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাশক্তির উৎকৃষ্টতার প্রমাণ।

কোনো মানসিক চাপ বা অবসাদ নেই

চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্প একটি বিশেষ মানসিক সক্ষমতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন। এতে তার মধ্যে অবসাদ (ডিপ্রেশন) বা চিন্তাজনিত চাপ (অ্যাংজাইটি)-এর কোনো লক্ষণ পাওয়া যায়নি। তার রক্তচাপ, হৃদস্পন্দন, স্নায়বিক প্রতিক্রিয়া ও সাধারণ স্বাস্থ্য পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে।

ট্রাম্প নিজেই সাংবাদিকদের বলেন, ‘আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আমার হৃদয় ভালো আছে, মন ভালো আছে। আমি নিজেকে ফিট অনুভব করছি।’

ওজন কিছুটা কমেছে, এখনো ওভারওয়েট শ্রেণিতে

স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ট্রাম্পের ওজন ১০১ কেজি (২২৪ পাউন্ড) এবং উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। ২০১৯ সালে তার ওজন ছিল ২৪৩ পাউন্ড, অর্থাৎ তার ওজন কিছুটা হ্রাস পেয়েছে। তবে তার শরীরের ওজন এখনো ওভারওয়েট শ্রেণিতে পড়লেও মোটেও স্থূলতার পর্যায়ে নয়।

গুলির চিহ্ন রয়েছে, তবে কোনো শারীরিক সমস্যা নেই

গত বছর জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক নির্বাচনি জনসভায় ট্রাম্পের ওপর গুলির চেষ্টা চালানো হয়েছিল। গুলি তার ডান কান ছুঁয়ে গিয়েছিল। এখনো সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, এটি তার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলেনি।

ত্বকে সূর্যরশ্মিজনিত ক্ষত, নিয়ন্ত্রণে রয়েছে

চিকিৎসক বারবাবেলা জানিয়েছেন, ট্রাম্পের ত্বকে কিছু সূর্যদগ্ধ ক্ষত রয়েছে, তবে তা গুরুতর নয় এবং বর্তমানে চিকিৎসাধীন ও নিয়ন্ত্রিত। এ ছাড়া তিনি রোসেসিয়া নামে ত্বকের একটি সমস্যা ও অতীতে সত্‍ প্রকৃতির কোলন পলিপে আক্রান্ত ছিলেন। কোভিড-১৯-এও একবার সংক্রমিত হয়েছিলেন তিনি।

বর্তমানে তিনি কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ত্বকের চিকিৎসা ও হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত কিছু ওষুধ সেবন করছেন।

সক্রিয় জীবনযাপন করেন, নিয়মিত গলফ খেলেন

চিকিৎসকরা জানান, ট্রাম্পের হাঁড়, পেশি ও শরীরের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক এবং তিনি সাধারণত শারীরিকভাবে সক্রিয় একজন মানুষ। গলফ খেলাকে তিনি ব্যায়াম হিসেবে নিয়মিত করেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

ট্রাম্প বর্তমানে ৭৮ বছর বয়সে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে তিনি দায়িত্ব নেওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টে পরিণত হয়েছেন। যদিও তার পূর্বসূরি জো বাইডেন যখন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়েন, তখন তার বয়স ছিল ৮২ বছর।

সূত্র: বিবিসি বাংলা

আরবি/এসএস

Link copied!