একচেটিয়া বাজার দখলের মামলায় মেটার প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে গত সোমবার বিচারকাজ শুরু হয়েছে। প্রতিযোগিতা দূর করতে ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় মেটা। যা কার্যকরভাবে কোম্পানিটিকে একচেটিয়া অধিকার দিয়েছে।
এ মামলায় জয়ী হলে জাকারবার্গকে তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইমেজ শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মালিকানা ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে। খবর বিবিসির।
ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কৌঁসুলিরা জানান, ফেসবুক (পরে মেটা নাম গ্রহণ) বাজার প্রতিযোগিতাকে হুমকি হিসেবে বিবেচনা করে ওই দুই প্রতিষ্ঠানকে ‘গ্রাস’ করেছে।
২০১১ সালে ফেসবুকের একটি অভ্যন্তরীণ ই-মেইলে সতর্ক করা হয়েছিল, ইনস্টাগ্রাম স্মার্টফোনে একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে এবং জাকারবার্গের ফেসবুক, যা অফার দেয়, তা সহজেই অনুলিপি করতে পারে এটি। এ ছাড়া ২০১২ সালের আরেকটি ই-মেইলে কোনো উন্নয়ন না করেই জনপ্রিয় এ অ্যাপ চালু রাখা এবং ফেসবুকের নিজস্ব সেবার উন্নয়ন করার ইঙ্গিত দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ফেসবুকের বিরুদ্ধে মামলাটির বিচার আর হবে না বলে আশা করছিলেন জাকারবার্গ। এখন তার সে আশায় রীতিমতো ছেদ পড়েছে।
এফটিসির অ্যাটর্নি ড্যানিয়েল ম্যাথসন বলেন, তারা (মেটা) সিদ্ধান্ত নেয় যে প্রতিযোগিতা করাটা খুবই কঠিন। তাই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় নামার চেয়ে এগুলো কিনে নেওয়াই সহজ।
আপনার মতামত লিখুন :