গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন দফার সামরিক অভিযানে বুধবার (১৭ এপ্রিল) ভোর থেকে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন ফিলিস্তিনি।গাজার বিভিন্ন মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের মতে, ভোর থেকে গাজার আকাশে ড্রোনের গর্জন, ফ্লেয়ার ছোড়া এবং গোলাবর্ষণের শব্দে পুরো উপত্যকা কেঁপে উঠেছে।
খান ইউনুস ও দেইর আল-বালাহে ভয়াবহ হামলা
ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় খান ইউনুসের অস্থায়ী তাঁবুগুলোর ওপর, যেখানে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় জড়ো হয়েছিলেন। একইসঙ্গে দেইর আল-বালাহ ও গাজার উত্তরাঞ্চলে গুরুতর ধ্বংসযজ্ঞের খবর এসেছে।
পূর্ব গাজায় রাতভর গোলাবর্ষণ চলে, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী ফ্লেয়ার ছুড়ে আকাশ আলোকিত করে নিজেদের অভিযানে স্পষ্টতা নিশ্চিত করে।
মৃত্যুর হিসাব বেড়েই চলেছে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, টানা ১৮ মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৫১,০২৫ জন এবং আহত হয়েছেন ১,১৬,৪৩২ জন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত মৃত্যু সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।
দ্বিতীয়বার বাস্তুচ্যুত হয়েছে ৫ লাখ মানুষ
জাতিসংঘ জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর থেকে গাজায় আরও প্রায় পাঁচ লাখ মানুষ দ্বিতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে আবারও শরণার্থী জীবন শুরু করতে বাধ্য হচ্ছেন, যেখানে নেই নিরাপদ আশ্রয় বা খাদ্য।
সূত্র: আল জাজিরা, জাতিসংঘ, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়
আপনার মতামত লিখুন :