রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:০৭ পিএম

সৌরজগতের বাইরে প্রাণীর শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:০৭ পিএম

সৌরজগতের বাইরে প্রাণীর শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

১২৪ আলোকবর্ষ দূরের কে২-১৮বি গ্রহ। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরের একটি গ্রহে প্রাণীর অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এতদিন সৌরজগতের বিভিন্ন গ্রহে প্রাণীর অস্তিত্ব পাওয়ার দাবি করা হতো। তবে এই প্রথম সেই দাবির জোরালো প্রমাণ পাওয়া গেল।  

তারা দাবি করেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষনে দুটি রাসায়নিক যৌগের আঙুলের ছাপ পেওয়া গেছে সৌরজগতের বাইরের একটি গ্রহতে। গ্রহটির নাম কে২-১৮বি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিদ অধ্যাপক নিক্কু মধুসূধন বলেন, গ্রহটিতে পাওয়া রাসায়নিক যৌগ পাওয়া পদার্থ দুটি ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড। তার মতে, সৌরজগতের বাইরে প্রাণ আছে দাবি করা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এইটাই সবচেয়ে শক্ত প্রমাণ। তবে সংকেত দুটি বাস্তব কিনা এ বিষয়ে আমরা খুবই সতর্ক।

অধ্যাপক আরও বলেন, হয়তো আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছি যেখানে দেখা যাবে মহাবিশ্বে আমরা একা নই। কয়েক দশক পরে আমরা পেছনে তাকিয়ে দেখব আমাদের পূর্বের ধারণা ঠিক ছিলো এবং আমরা মহাবিশ্বে একা নই।

এর আগে পৃথিবীর বাইরে এতো বড় রাসায়নিক সংকেত পাওয়া যায়নি। এটা শুধু পৃথিবীতেই পাওয়া সম্ভব। কারণ ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডাইসালফাইড এমন ধরণের রাসায়নিক যৌগ যা সামুদ্রিক ফাইটোপ্ল্যাংকটন এর মতো অণুজীব থেকে উৎপন্ন হয়। এ প্রাপ্তিতে বিজ্ঞানীরা ধারণা করছে যে গ্রহটিতে প্রচুর পরিমাণ অণুজীব থাকতে পারে।

কে২-১৮বি গ্রহটি জীবের জন্য অনুকূল কিনা এবং প্রাপ্ত রাসায়নিক দুটি সংকেত বাস্তব কিনা তা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। গ্রহটি পৃথিবীর থেকে প্রায় নয় গুণ বিস্তৃত ও দুই দশমিক ছয় গুণ বড়। গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে প্রদক্ষিণ করছে। তাই একে সবচেয়ে বাসযোগ্য অঞ্চল বলা হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!