প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘিরে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তির বড় সম্ভাবনা দেখা দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে এমন কথাই বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইইউর সঙ্গে চুক্তি হওয়াটা ১০০ শতাংশ নিশ্চিত।
যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদার ইইউ। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইউরোপের দেশগুলো। এরপরও গত ২ এপ্রিল ইইউর সদস্যদেশগুলোর ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই শুল্ক বর্তমানে স্থগিত থাকলেও ভবিষ্যৎ ফাড়া কাটানোর জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার পথ ধরেছে জোটটি।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুল্কযুদ্ধ শুরুর পর এই প্রথম ইউরোপের শীর্ষ পর্যায়ের কোনো নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলেন।
দুজনের সাক্ষাতের সময় ট্রাম্প বলেন, ‘১০০ শতাংশ নিশ্চিত, একটি চুক্তি হবে। এটি হবে একটি ন্যায্য চুক্তি।’ জবাবে মেলোনি বলেন, ‘অবশ্যই।’
হোয়াইট হাউসে এ সাক্ষাতে ট্রাম্প বলেন, ‘সবাই একটি চুক্তি করতে চায়। আর তারা যদি একটি চুক্তি করতে না চায়, তাহলে আমরা তাদের জন্য চুক্তি করব।’ ট্রাম্প বলেন, তাঁর আশা আগামী তিন–চার সপ্তাহের মধ্যে সব দেশের সঙ্গে চুক্তি করবেন তিনি।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, এই জোট তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষতি করার জন্য। আর ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মেলোনি বলেছিলেন, এই শুল্ক ইউরোপীয় ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রেরও ক্ষতি করবে।
আপনার মতামত লিখুন :