খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে একপার্শ্বিক এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে।
যুদ্ধবিরতি আগামী সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা।
ক্রেমলিন আরও জানিয়েছে, তাদের প্রত্যাশা ইউক্রেন এ যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং ইস্টারের সময় হামলা থেকে বিরত থাকবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা আশা করছি, ইউক্রেন আমাদের অনুসরণ করবে। এ যুদ্ধবিরতি রাশিয়াকে বুঝতে সাহায্য করবে যে, যুদ্ধবিরতিতে পৌঁছাতে কিয়েভ কতটা আন্তরিক।
তবে রাশিয়ার এ পদক্ষেপের বিষয়ে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি সিএনএন। রাশিয়া পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল, যা ইউক্রেন মেনে নিয়েছিল।
আপনার মতামত লিখুন :