ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তার হত্যায় ইরানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান জানিয়েছে, হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেনম, সন্ত্রাসী ও ইহুদীবাদী প্রশাসনকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। হামাস নেতার রক্তের বদলা নেওয়া ইরানের নিজেদের কর্তব্য মনে করে বলেও জানান তিনি।
আরবি/জেআই