ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মৃত্যুপুরী কেরালা রাজ্য, ২৭৬ মরদেহ উদ্ধার

রূপালী বিশ্ব
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভূমিধসে এখন পর্যন্ত ২৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে দুই শতাধিক। বৃহস্পতিবার (১ আগস্ট) এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ও স্থানীয় জনগণ। 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। যোগ দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। কিন্তু বিপর্যয়ের ব্যাপকতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হয়। এতে আটকে পড়া অনেক আহত মানুষ মারা যান।

এমতাবস্তায় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (০১ আগষ্ট) সর্বদলীয় বৈঠক ডেকে বলেন, ভূমিধসে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা ও নুলপুঝা গ্রামের হতাহতের সংখ্যা বেশি। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরবি/জেআই