ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ফারাক্কার গেট খোলা নিয়ে যা বলছে ভারত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০১:৩৪ এএম

ঢাকা: ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। তবে পানি ছাড়ার বিষয়টি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে বলে দাবি করেছে ভারত। এ ছাড়া এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। তিনি বলেন, ‘ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশে সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময়মত তথ্য শেয়ার করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে।’


তিনি আরো বলেন, ‌‌‘ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয়ভীতি ছড়াতে দেখছি। তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত।’