অবৈধভাবে বসবাসের অভিযোগে নারী-পুরুষসহ ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য ও পুলিশের সহায়তায় গত ২৪ ঘণ্টায় নাভি মুম্বাই, থানে ও শোলাপুরে অভিযান চালিয়ে ওই ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভারতের মহারাষ্ট্র প্রদেশে বসবাস করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন ও পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
এর আগে গত সপ্তাহেও ভারতের মুম্বাই, থানে, নাভি মুম্বাই ও নাসিকে একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। ওই সময় প্রতিবেশী দেশটিতে অবৈধভাবে বসবাসরত ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :