ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। যার ফলে ১৩ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল চারটায় দক্ষিণ ইউক্রেনের এই শহরে হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা।
এই হামলায় অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করা হয়। এতে বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় একটি বহুতল ভবনে এবং বেশ কিছু গাড়ি পুড়ে যায়।
এই ধরনের হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক মিত্রদের প্রতি তিনি আবারও আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে একাধিকবার জাপোরিঝিয়াকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং রাশিয়া এর একটি অংশের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে।
আপনার মতামত লিখুন :