ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

জেল ভেঙে পালানোর সময় কঙ্গোতে নিহত ১২৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৩:৪১ পিএম

জেল ভেঙে পালানোর সময় কঙ্গোতে নিহত ১২৯

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সরকার জানিয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। রোববার রাতের এ ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে সরকার। খবর ফার্স্টপোস্টের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ১২৯ জনের মধ্যে ২৪ জন গুলিতে নিহত হয়েছে। এবং সতকর্তামূলক গুলি ছাড়ার পর অন্যরা পদদলিত বা শ্বাসরোধ হয়ে মারা গেছে। এতে আহত হয়েছে আরও ৫৯ জন।

জেলের প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরেছে বলে জানান এই মন্ত্রী। এক ভিডিও বার্তায় লুকো বলেছেন, কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর এই প্রচেষ্টার কারণেই এত প্রাণহানি ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল।

বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

আরবি/এফআই

Link copied!